রোভার্সের রয় অলরেডি ইন্টারনেটে বাংলায় পাওয়া যায়।আনন্দমেলা থেকে স্ক্যান করা সাদা কালো কমিকস। আপনি কি রঙ্গিন ভার্সনের কমিকসের কথা বলছেন? না,রোভার্সের রয় পুরোটা/বাকি অংশ অনুবাদের কথা বলছেন? আনন্দমেলায় এই কমিকসটি সম্ভবত শেষ হয়নি। ইন্টারনেটে আমি কমিকসটি '৮৬ সাল পর্যন্ত ইংরেজিতে পেয়েছি। আর আছে কিনা জানি না। ভাল করে দেখিওনি।
নিশ্চয়ই। এটা একটা ফোরাম কাম ব্লগ। কিন্তু ব্লগে যেমন শুধু অ্যাডমিন পোস্ট করতে পারেন বাকিরা কমেন্ট করতে পারেন কিন্তু এখানে সে রেস্ট্রিকশন নেই একদম ফোরামের মত। আপনি যদি কোনও ইউনিক পোস্ট এর ডাউনলোড লিংক ক্রেডিটযুক্ত করতে চান, তাহলে পোস্ট সাবমিট করার পর পোস্টটির লিংক এডিট করুন। এই সাইটে শরদিন্দু একজন মেম্বার এবং সে নিয়মিত পোস্ট করে (আমার চেয়েও বেশি) ।
RUPAK ভাই, আপনার কথা অনেক শুনেছি। আপনার করা কয়েকটি অনুবাদও পড়েছি। কিন্তু, আপনি এখানে যে যে অনুবাদ কমিক্সগুলির কথা লিখলেন, সেগুলো কোথায় পাবো একটু যদি বলেন খুব উপকার হয়।
আমি যতদুর জানি ওই কমিকসগুলি কোনো ওপেন ফোরামে পাবলিস করা হয়নি। bengalidownload বর্তমানে নতুন মেম্বার নেয় না। যদি ওই ফোরামের কোনো মেম্বার কাউকে invite করে তবেই সে ওখানে register করতে পারে। সুতরাং ওই ফোরাম থেকে ডাউনলোড করার কথা ভুলে যান। আমি আগে ওই সাইটের মেম্বার ছিলাম যখন ওটি ওপেন ফোরাম ছিল। তারপর আমাকে ban করে দেয়। ওই সাইটের মেম্বাররা বাইরে প্রকাশ করে না সে ওখানের মেম্বার। ওই সাইট থেকে ডাউনলোড করা ফাইল অফলাইনে শেয়ার হয় বা ব্যক্তিগতভাবে। কাজেই বুঝতেই পারছেন।
asadharan........apekshay thaklam (jodi available credit permit kore)